আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4696

বিবিধ

প্রকাশকাল: 8 ডিসে. 2018

প্রশ্ন

আসসালামু আলাইকু। আমার প্রশ্ন হলো আমাদের স্কুল বা মাদ্রাশায় গনিত বইয়ে সুদ বিষয়ক যে অংক গুলো রয়েছে। সেগুলো শিক্ষা করা আমাদের জন্য জায়েজ হবে কিনা। আর যদি জায়েজ না হয় তাহলে আমরা ছাত্র হিসেবে করণীয় কি। দয়া করে জানাবেন

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম।যে পড়াশোনা করতে গিয়ে সুদ কিভাবে খেতে হয় সেটা হিসাব শিখতে হয়ে সেই পড়াশোনা করা কোন দিন ইসলাম অনুমোদিত হতে পারে না। আমাদের ছাত্ররা তো অসহায়। তাদের পক্ষে বা আমাদের পক্ষে সিলেবাস পাল্টানো সম্ভব নয়। সুতরাং বাধ্য হয়ে এই অংক করলে আশা করি আল্লাহ ক্ষমা করে দিবেন।