আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4693

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 5 ডিসে. 2018

প্রশ্ন

আসসালামু আলাইকুম। সম্প্রতি আমি পর্দা করা শুরু করেছি পরিপুর্ন ভাবে। আমি জেনারেল লাইনের স্টুডেন্ট। আমার আত্মীয় রা দীনী ব্যাকগ্রাউন্ড এর নয়। তারা বাসায় আসলে বা তাদের সাথে দেখা হলে কথা বলতে হয়। আমার ইউনিভার্সিটিটে আমি দরকার ছাড়া কোনো ছেলের সাথে কথা না বলার চেস্টা করি। কিন্তু দরকার এ বলতে হয়। এছাড়া আমাদের প্রেজেন্টেশন এর সময় কথা বলা লাগবে। দীনের বুঝ এসেছে আমার এখন হুট করে ইউনিভার্সিটি ছেড়ে দেয়া সম্ভব নয়। এইক্ষেত্রে কি আমি দরকারে কথা বললেও গুনাহ হবে আমার? আর আমার নন মাহরাম আত্মীয় দের সামনে পর্দা করেই যাবো কিন্তু কুশলাদি বিনিময় করতে হয়। বাসায় নিকাব পড়লেও হাত মোজা, পা মোজা তাদের সামনে সব সময় পরা সম্ভব হবেনা। এক্ষেত্রে আমার পর্দা কি ঠিক ভাবে হবে? নাকি আমার গুনাহ হচ্ছে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এভাবে দেহের পর্দা কিছুটা হলেও নন মাহরামদের সাথে দিনের বড় একটা সময় অতিবাহিত হওয়ার কারণে শয়তানের ফাঁদে পড়ে যাওয়া অস্বাভাবিক নয়। এসব কারণে ইসলাম সহশিক্ষার অনুমতি দেয় না।নন মাহরামদের সাথে একান্ত প্রয়োজনেই কেবল কথা বলবেন, কুশলাদি বিনিময় করার প্রয়োজন নেই, অন্যরা করবে।যতটা সম্ভব নন মাহরাম সহপাঠীদের থেকে দূরে থাকবেন।