আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4687

সালাত

প্রকাশকাল: 29 নভে. 2018

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। দয়া করে একটু জানাবেন প্রিয় শায়েখ। প্রশ্নের উত্তরটি জানা খুব দরকার ছিলো। অতিতের কিছু কাজা নামাজ যা আমার মনে আছে এখন আদায় করতে চায়। এটা আদায় করলে কি বিদাআতের গুনাহ হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। চার মাজহাব এই বিষয়ে ঐক্যমত যে, অতীতের কাজা নামায আদায় করা আবশ্যক। সুতরাং আদায় করা জরুরী। গোনাহ হওয়া হবে কেন? তবে কোন কোন আলেম বলেছেন,অতীতের নামায কাজা করা লাগবে না, আল্লাহর কাছে তওবা করতে হবে, মাফ চাইতে হবে। দলীল এবং ইমাম ও ফকীহদের মতামত বিস্তারতি জানতে দেখুন, আলফিকহুল ইসলামিয়্যতুল কুয়েতিয়্যাহ, ৩৪/২৬; আলফিকহুল ইসলামিয়্যু ও আদিল্লাতুহু, ২/৩০১; আদদুররিল মুযিয়্যাহ শারহু দুররিল বাহিয়্যাহ, ১/১০৮; আল ফিকহ্ আলা মাজাহিবিল আরবা, ১/৭৫৭।