আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4686

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 28 নভে. 2018

প্রশ্ন

আসসালামু আলাইকুম,আমি একটা বিষয় সম্পর্কে জানতে চাই,বিষয়টা হল,আমার বয়স ২১,আমার একজন মেয়েকে ভাল লাগে,তার চরিত্র,চেহারা,গুণাবলী এবং অন্যান্য দ্বীনি বিষয়ের জন্য। সে আমার সহপাঠী তাই মোটামুটি কথাবার্তা হয়,কিন্তু আমরা কোন রিলেশনশীপ করিনা,তাই আমি পাপ থেকে বেচে থাকার জন্য তাকে বিবাহ্ করতে চাই এখন আমার প্রশ্ন হল নিদিষ্ট কাউকে বিয়ের জন্য আল্লাহ্ তায়ালার কাছে দোয়া করা যাবে কিনা? যদি অন্য কোন ভাবে দোয়া করার কোন পদ্ধতি থাকে সেটা কিভাবে করব? উত্তর জানালে উপকৃত হব,ধন্যবাদ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। শুধু নিজের ভালো লাগাতেই কাউকে বিবাহের সিদ্ধান্ত নেওয়া আপনার উচিত হবে না। আগে পরিবারে বিষয়টি নিয়ে আলোচনা করুন, পিতা-মাতা মরুব্বীদের সিদ্ধান্ত মূল্যায়ন করে সিদ্ধান্ত নিন। এই বয়সে ছেলে-মেয়েদের অনেক কিছুই ভালো লাগে, যা মূলত ভালো না। মুরুব্বীরা যদি রাজী হয় তাহলে বিবাহের প্রস্তাব দিন, এবং দোআ করুন এভাবে যে, যদি মেয়েটিকে বিবাহ করা আপনার জন্য দুনিয়াতে ও আখেরাতে কল্যানকর হয় তাহলে আল্লাহ যেন তার সাথে আপনার বিবাহের ব্যবস্থা করেন। আর এখন ঐ মেয়ের সাথে আপনার সব ধরণের কথা-বার্তা বন্ধ করা আবশ্যক।