কিছু নামিদামি শিল্পীর গানের সুর নকল করে বাদ্যযন্ত্র ব্যবহার ছাড়া ভালোকথা, আল্লাহর কথা, নবী রাসূলের কথা মিশিয়ে গান বানানো হয়। এবং সে সব গানে বাদ্যযন্ত্র ব্যবহার ছাড়া মুখ দিয়ে এক ধরনের মিউজিক তৈরি করে ব্যাকগ্রাউন্ডে ব্যাবহার করা হয়। সেই সব গান শুনা কি হালাল?