আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4683

কুরআন

প্রকাশকাল: 25 নভে. 2018

প্রশ্ন

আসছালামুআলাইকুম।প্রশ্নঃ সালাম ফেরানোর পূর্বে অর্থাৎ তাশাহুদ এবং দরুদের পর কোরআনে বর্ণিত দোয়া গুলো পড়া যাবে কি? একজনের নিকট শুনেছিলাম পড়া যাবে না। শুধু হাদিসে বর্ণিত মাসনুন দোয়া গুলো পড়া যাবে । সঠিক উত্তর জানাবেন আশা করি।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। কুরআন ও হাদীসে বর্ণিত যে কোন দুআ পড়া যাবে।