আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4680

সফর

প্রকাশকাল: 22 নভে. 2018

প্রশ্ন

সফর অবস্থায় পাবলিক প্লেসে কোনো মহিলা কিভাবে নামাজ পরবে?

উত্তর

পুরুষের মতই যে কোন একটি জায়গা খুঁজে মহিলারা নামায পড়বে। আমাদের সমাজে মহিলারা বাইরে বের হয়ে নামায কাযা করে, এটা কোন ভাবেই ঠিক নয়। স্বাভাবিক প্রচলন না থাকায় মহিলারা বাইরে নামায পড়লে অনেকের কাছে বিষয়টি নতুন মনে হতে পারে, মহিলার কাছেও বিব্রতকর মনে হতে পারে, তবে এসব আমলে নেওয়া যাবে না, নামায পড়তেই হবে। মসজিদে পাওয়া গেলে মসিজেদের পিছনের দিকে এক পাশে মহিলারা নামায পড়বে।