আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4673

জাদু-টোনা

প্রকাশকাল: 15 নভে. 2018

প্রশ্ন

আচ্ছালামুআলাইকুম… আমার খালাতো ভাই দীর্ঘদিন যাবত এমন এক ব্যাতিক্রম অসুবিধায় ভোগে যা ডাক্তারি কোন পরামর্শ ধারায় সমাধান হয় না।প্রথমে আমি বিশ্বাস করতাম না পরবর্তীতে যখন দেখী তার আচার- আচরণের এবং যখন কোন অধার্মিক প্রচলিত ভাষায় বৈদ্য যারা কিছু পানি পড়া,ঝাড় ফুক, ও তাবিজ দিলে তাকে সুস্থ দেখায় এর পর কিছু সময় তার উপর কোন অস্বাভাবিক আচরণ দেখা যায় না। আমার প্রশ্নটি হলো কোরআন ও সহীহ হাদীসের আলোকে এর কি কোন স্হায়ী চিকিৎসা আছে? যার ফলে তাবিজ ব্যবহার না করে এবং অমুসলিম ও অধার্মিক ব্যক্তির কাছে না সহজেই উপকৃত হওয়া যায়?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, আছে। আপনি ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহি. রচিত রাহে বেলায়াত বইটি সংগ্রহ করবেন। সেখানে এই বিষয়ে একটি আলাদা অধ্যায় আছে। আপনারা নিজেরাই সেখান তেকে চিকিৎসা গ্রহন করতে পারবেন।