আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4672

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 14 নভে. 2018

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনার্স ৪র্থ বর্ষে অধ্যয়নরত আছি। আমার বয়স ২৫ বছর। ছোটকালে ৫ বছর একটি কওমী মাদ্রাসায় পড়েছিলাম। তারপর স্কুলে ভর্তি হই। জীবনে অনেক উত্থান-পতন আসে। শুরুর দিকে ভালো ছাত্র ছিলাম। এখন ভার্সিটিতে এসে রেজাল্টও ভালোনা। আলেমদের কথা শুনে আবার ইসলাম নিয়ে পড়ালেখার আগ্রহ জন্মেছে। বিশেষত আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের লিখনী আমার অনেক উপকারে এসেছে। আমার ভাইবোন চাকরী করে। পরিবার আলহামদুলিল্লাহ স্বচ্ছল। আমি পরিবারের সবচেয়ে ছোট। আমার প্রবল ইচ্ছা, একজন আলেম ও দ্বীনের দায়ী হওয়া। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা হলো, এই বয়সে এসে আলেম হওয়া যায় কিনা বা সেটা যুক্তিসংগত কিনা? আমার জন্য উপযোগী কোন ভালো মাদ্রাসা আছে কিনা? আপনাদের আসসুন্নাহতে এমন কোন ব্যবস্থা আছে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যদি আপনার আলেম হওয়ার আগ্রহ থাকে, আর্থিক স্বচ্ছলতা আর পারিবারিক সাপোর্ট থাকে তাহলে আপনার আলেম হওয়ার সুযোগ আছে। আস-সুন্নাহতে সে রকম ব্যবস্থা নেই। তবে ঢাকাতে এমন মাদ্রাসা আছে। দারুর রাশাদ নামে বয়স্কদের একটা মাদ্রাসা আছে ঢাকাতে, সেখানেও পড়তে পারেন।