আমার আত্মীয়ের প্রশ্ন:
১। পাত্রী হিসেবে একজন পুলিশ কনস্টেবল কে বিয়ে করা ইসলামের দৃষ্টি তে কেমন জানাবেন?
২। পাত্রের আগেও বিয়ে হয়েছিল। বিয়ের কিছু দিন পরেই কারনবশত স্ত্রীকে তালাক দিতে হয়। বর্তমান পাত্রের শুধু মা আছেন। পাত্র ইঞ্জিনিয়ার বলে মাকে দেখা শুনা করতে পারছেন না;কেননা তাকে কন্সট্রাকশন সাইটে থাকতে হয়। এমতাবস্থায় তার জন্য কেমন পাত্রী নির্বাচন করা উচিত?