আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4653

সালাত

প্রকাশকাল: 26 অক্টো. 2018

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লহ, একবার একাকী/জামাতে সালাত আদায় করার পর মনে হল সালাতে মন ছিল না,ভাষা ভাষা পড়া হয়েছে। তাহলে পুনরায় যদি মন দিয়ে সালাত আদায় করি এই নিয়তে যে, আল্লাহ যে সালাতে মনোযোগ বেশি ছিল সেটা কবুল করুন। এভাবে কি সালাত আদায় হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, এভাবে দ্বিতীয়বার সালাত অদায়ের সুযোগ নেই। তবে কোন ওয়াক্তের সালাত আদায়ের পর যদি ঐ ওয়াক্তের সালাতের জামাত হচ্ছে কোথাও, তাহলে আপনি ঐ জামাতে শরীক হতে পারেন। এক্ষেত্রেও দ্বিতীয় সালাতটি নফল হিসেবে গণ্য হবে। তবে সুন্নাত-নফল সালাত হলে দুই বার আদায় করতে কোন সমস্যা নেই।