বিবাহের পূর্বে কনে ও কনের পরিবারের যেসব গুন-দোষ দেখার দরকার হয় সেগুলো না দেখে শুধু কনের বাহ্যিক সৌন্দর্য আর টাকা-পয়সার দিকে লক্ষ্য করার কারণে অনেক সময় এমন সমস্যা হয়। যাই হোক নিচির দুআ গুলো আপনি নামাযের সাজদাতে, নামাযের পর এবং বিভিন্ন সময় পাঠ করবেন। সাথে সাথে নামাযের পর নিজ ভাষায় আপনার কষ্টের কথা আল্লাহকে জানাবেন। আমরা আপনার সুখি জীবন কামনা করি। رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
للَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْهَمِّ وَالْحَزَنِ، وَأَعُوذُ بِكَ مِنْ الْعَجْزِ وَالْكَسَلِ، وَأَعُوذُ بِكَ مِنْ الْجُبْنِ وَالْبُخْلِ، وَأَعُوذُ بِكَ مِنْ غَلَبَةِ الدَّيْنِ، وَقَهْرِ الرِّجَالِ