আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4648

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 21 অক্টো. 2018

প্রশ্ন

আমি, আমার বউ আর আমার দুই ভাই (ভার্সিটিতে পড়ে) নিয়ে আমাদের বাসায় থাকি। আমার বউ পর্দা করে। এখন সে আমাকে নিয়ে ঢাকা মুভ করতে চাচ্ছে। কারন সে বাসায় ফ্রিলি চলাফেরা করতে পারে না। সামনে বাবু হবে। বাবু কে নিয়া এক রুমের ভিতর থাকতে পারবে না। আমার ইনকাম ও খুব বেশি না, তার উপর আমি নিজেও চাইছি না বাসা ছেড়ে ঢাকা গিয়ে থাকি। নিজের এলাকার একটা টান ও আছে। ছোট থেকে বড় হইছি প্লাস নিজেদের বাড়ি। পর্দা যারা করে তারা কি সবাই ফেমেলি ছেড়ে আলাদা থাকে শুধু পর্দার কারনে। কেউ কি মানিয়ে চলে না?ইসলাম নাকি বলেছে বিয়ের পর আলাদা হয়ে যেতে।একক পরিবারে থাকা নাকি ইসলাম সাজেশন দেয়।

উত্তর

পর্দ রক্ষা করা ফরজ। যৌথ পরিবারে যদি পর্দা রক্ষা করা সম্ভব না হয় তাহলে আলাদা থাকতে হবে। তবে ইচ্ছা থাকলে এবং পরিবারের সবাই আন্তরিক হলে যৌথ পরিবারেও পর্দা রক্ষা করা সম্ভব। বাংলাদেশে যৌথ পরিবারের আরেকটা সমস্য হলো বউ-শ্বাশুড়ীর সম্পর্ক ভালো না থাকা। এই সমস্যা থাকলে ভবিষ্যতে বড় ধরণের সমস্যা এড়াতে পৃথক থাকা ভালো।