আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4645

বিবাহ-তালাক

প্রকাশকাল: 18 অক্টো. 2018

প্রশ্ন

আস্সালামু অলাইকুম। তালাক সমস্যার সমাধান করার জন্য আমার স্বামী স্থানীয় একজন মুফতি সাহেবের সাথে আলোচনা করেন এবং মুফতি সাহেব বলেন যে আমাদের তালাক হয়নি। আমি নিজে একজন মুফতিকে অনলাইনে পুরো ঘটনা লিখে পাঠাই তিনিও একই কথা বলেন। এবং এই ব্যাপারে আমি নিজে যতটুকু জ্ঞান অর্জন করেছি তাতে তাদের মতামত জোরদার বলে মনে হয়েছে। এখন ব্যাক্তিগত ভাবে মুফতি সাহেবের কাছ থেকে সমাধান নিয়েছি এটাই কি যথেষ্ট? নাকি দারুল ইফতা থেকে আইনগত ভাবে কোন ফতোয়া আনতে হবে? দয়া করে প্লিজ জানাবেন! অনেক চিন্তায় আছি।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, দারুল ইফতা থেকে আইনগত ভাবে কোন ফতোয়া আনতে হবে না। তারা যাদি যোগ্য হয় তাদের ফতোয়াই যথেষ্ট।