আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4640

বিবাহ-তালাক

প্রকাশকাল: 13 অক্টো. 2018

প্রশ্ন

আসসালামুআলাইকুম,
আমার স্বামীর ইসলামী জ্ঞান খুব কম। বিয়ের পর থেকে সে islam practice করার চেষ্টা করে যাচ্ছে। নামাজ, রোজা কায়েম করছে আলহামদুলিল্লাহ্। কুরআন শরীফ পড়তে জানে না, কায়দা পড়া শুরু করেছে। তালাক সম্পর্কে ইসলাম কি বলেছে তার কোন কিছু সে জানে না । ছোট বেলায় প্রতিবেশীর ঝগড়ায় আর বাংলা নাটকে সে তালাক শব্দ শুনেছে। সে ভেবেছে ঝগড়ার মাঝে এই শব্দ বলা যায়। এতে কোন সমস্যা নেই। বড় হয়ে কখনও এ ব্যাপারে জানার চেষ্টা করেনি, কারন সে islam practice khub e kom korto.
৫/৬ দিন আগে আমাদের ঝগড়ার মাঝে আমার স্বামী বলে এক তালাক দুই তালাক তিন তালাক। আমি কথটা গুরত্ব দেই নি। কারন আমি জানতাম না যে এইভাবে তালাক হয়। পরদিন হঠাৎ আমার কথাটা মনে হয়। আমার স্বামীকে এই ব্যাপারে প্রশ্ন করলে সে বলে, আমি তো তালাক দেই নি, তালাক শব্দটি ঝগড়ার মধ্যে চলে আসছে, আর আমি ছোটবেলায় দেখেছি ঝগড়ার মধ্য এরকম বলতে। কিনতু তাদের তালাক হয়নি। এরপর আমি research kore kisu hadis collect করে আমার স্বামীকে পড়ে শোনালে, সে বলে আমি তো তালাক দিতে চাই নি, আর আমি যদি জানতাম এইভাবে তালাক হয়, তাহলে এই শব্দ মুখেই আনতাম না
আমার প্রশ্ন হলো, কেউ যদি অজ্ঞতার কারনে না বুঝে না জেনে ১ তালাক ২ তালাক ৩ তালাক বলে ফেলে, এইক্ষেত্রেও কি ৩ তালাক কার্যকর হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, কেউ অজ্ঞতার কারনে না বুঝে, না জেনে ১ তালাক ২ তালাক ৩ তালাক বলে ফেলে, এইক্ষেত্রেও ৩ তালাক কার্যকর হবে। সুতরাং আপনাদের তালাক হয়ে গেছে, আপনারা আর একসাথে থাকতে পারবেন না। নতুন করে বিবাহ করে সংসার করারও কোন সুযোগ নেই।