আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4638

অর্থনৈতিক

প্রকাশকাল: 11 অক্টো. 2018

প্রশ্ন

আমি একটি কুরিয়ার সার্ভিস এ কাজ করি। যেখানে আমাকে বিভিন্ন পার্সলে ডেলিভারী দিতে হয় এখন যদি কোনো পার্টি খুশি হয়ে আমাকে ঢাকা দেয় এটাকি হালাল হবে নাকি ঘোষ হবে।

উত্তর

এভাবে তাদের থেকে টাকা নিলে আপনি তাদের প্রতি দূর্বল হয়ে যাবেন, তাদেরকে অনৈতিকভবে কোন সুযেগা সুবিধা দিতে উৎসাহিত হবেন আর কুরিয়ার কর্তৃপক্ষ তো আপনাকে বেতন দিচ্ছে, সুতরাং এভাবে টাকা নেয়ে ঘুষের অন্তর্ভূক্ত হবে। আপনি তাদের থেকে টাকা নিবেন না।