আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4636

সালাত

প্রকাশকাল: 9 অক্টো. 2018

প্রশ্ন

আসসালামু আলাইকুম,
আমার প্রশ্ন হল, ঘরে কোন দৃশ্যমান ছবি ( পেপারের ছবি, কোন পণ্যের গায়ে মানুষের ছবি সহ যেকোনো ছবি) থাকলে সেখানে কি নামাজের কোন ক্ষতি হয় কি না? দেয়ালে নয়, বইপত্র, টেবিলে অথবা মেঝেতে অনেক সময় ছবি থাকে । সেগুলো ঢেকে নামাজ পরার চেষ্টা করি, তারপরও অনেক সময় সেগুলো থেকেই যায়। এ সম্পর্কে ইসলামের নির্দেশনা দয়া করে জানাবেন । ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। প্রাণীর ছবি কোন সময়ই ঘরের ভিতর খুলে রাখবেন না। নামাযের সময়ও না, অন্য সময়ও না। সব সময় ঢেকে রাখার চেষ্টা করবেন। তবে প্রাণীর ছবি থাকলে নামায আদায় হবে না, এরকম না।