আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4616

সালাত

প্রকাশকাল: 19 সেপ্টে. 2018

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন?আমার প্রশ্ন ১) নামাজের সময় ও অন্যান্য সময় আমরা যে জিন্সপ্যান্ট পরি তা টাকনোর উপর ভাজ করে দিলে তা কি মাকরূহ হয়?মসজিদের ইমাম বললেন এটা নাকি মাকরূহ,আর এটা কি সুন্নাত সম্মত?
২)জামাতে নামাজ পরার সময় কি মনে মনে সুরা ফাতিহা পরতে হয়?
পরলে কোন কোন সময় পরবো?
আশা করছি উত্তরটা পাব?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। পরিধেয় পোশাক যদি টাখনুর নীচে ঝুলে যায় তাহলে তা নামাযের সময় এবং অন্যান্য সকল সময় টাখুনুর উপর ভাজ করে দেওয়া আবশ্যক, ওয়াজিব। তবে যদি প্যান্ট টাখনুর উপরে থাকে তাহলে ভাজ করা মাকরুহ। অনুরূপ জামার হাতা গুটানো, নামাযের ভিতর চাদর-রুমাল টানাটানি করা মাকরুহ। عَنِ ابْنِ عَبَّاسٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ : أُمِرْتُ أَنْ أَسْجُدَ عَلَى سَبْعَةٍ لاَ أَكُفُّ شَعَرًا ، وَلاَ ثَوْبًا. ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদীসে নবী সা. বলেছেন, আমাকে নির্দেশ দেয়া হয়েছে ৭ টি অঙ্গের উপর সাজদা করতে এবং চুল ও পোশাক ভাজ তথা গুটিয়ে রাখতে নিষেধ করেছেন। সহীহ বুখারী, হাদীস নং ৮১৬। তবে প্যান্ট টাখনুর নীচে চলে গেলে অবশ্যই গুটিয়ে রাখতে হবে। হাদীসের নিষেধাজ্ঞা এক্ষেত্রে প্রযোজ্য হবে না। জামাতে নামায পড়ার সময় সূরা ফাতিহা পড়তে হবে কি না এই নিয়ে ইমামদের মাঝে মতভেদ আছে। হানাফী আলেমদের মতে পড়ার প্রয়োজন নেই।