আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4612

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 15 সেপ্টে. 2018

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ বিতরের নামাজের সহি পদ্ধতি কোনটি

উত্তর

আল্লামা ইবনে হাযাম জাহেরী রহ. আল মুহল্লা (২/৮২) বলেছেন, والوتر وتهجد الليل ينقسم على ثلاثة عشر وجها، أيها أفعل أجزأه বিতর ও রাতের তাহাজ্জুদ ১৩ টি পদ্ধতি রয়েছে। যে কোন এক পদ্ধতিতে পড়লেই আদায় হয়ে যাবে। আমাদের সমাজে যেভাবে সাধারণত পড়া হয় সেটাও সহীহ। রাহে বেলায়াত বইয়ে ৩টি পদ্ধতি বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমাদের দেয়া 0105 এবং 0153 নং প্রশ্নের উত্তর দেখলেও অনকে তথ্য পাবেন।