আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4607

বিবিধ

প্রকাশকাল: 10 সেপ্টে. 2018

প্রশ্ন

আমি জেনারেল লাইনের স্টুডেন্ট। ইসলামের কোন কোন অংশ জানা ফরয।

উত্তর

প্রথমত আপনার আকীদা-বিশ্বাস বিশুদ্ধ করতে হবে। এরপর ইবাদতের সকল বিষয় মোটামুটি জানত হবে। আপনি জামাতে নামায শুরু করুন এরপর বিভিন্ন বইপড়ে বা আলেমদের কাছে গিয়ে প্রয়োজনীয় বিষয় আস্তে আস্তে জানবেন। শায়খ ড, আব্দুল্লাহ জাহাঙ্গীর রহি. এর বইগুলো পড়লেও আপনি ইসলামের অনেক বিষয জানতে পারবেন ইনশাআল্লাহ।