আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4603

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 6 সেপ্টে. 2018

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমার আপুর আগে একটা বিয়ে হয়েছে,এখন নতুন কোনো ছেেলে আসলে আমরা যদি প্রথম বিয়ের কথা না বলি তাহলে কি গুনাহ হবে?
আগের বিয়ের কথা বললে কেউ আসতে চায় না। এটা কি জরুরী জানানো ছেলে পক্ষকে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। অবশ্যই জরুরী আগেয় বিয়ের কথা জানানো। কারণ অনেকেই পূর্বে বিয়ে হওয়া মেয়েকে বিয়ে করতে চায় না। তাদেরকে না জানানো মানে তাদেরকে ধোঁকা দেয়া। তাছাড়া এভাবে না জানিয়ে বিয়ে দিলে পরবর্তীতে জনার পর বিচ্ছেদ হয়ে যাওয়ার খবর অনেক আছে। আর পূর্বে বিবাহিত ময়েকে বিয়ে করতে চাইলেও আগের বিয়ে কেন টিকলো না সে সম্পর্কে খোঁজ খবর নেওয়া তাদের জন্য জরুরী।