আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4592

সালাত

প্রকাশকাল: 26 আগস্ট 2018

প্রশ্ন

প্রিয় শায়ক আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আমার প্রশ্ন হলো ২টি যথা:
১।৬ তাকবিরের ঈদের নামাজ পড়ার সহিহ নিয়ম কেমন?
২। জানাজা নামাজ পড়ার নিয়ম সহিহ নিয়ম কেমন? উত্তরগুলো পেলে খু্বই উপকৃত হতাম।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আমাদের বাংলাদেশে সাধারণত যেভাবে ৬ তাকবীরে ঈদের নামায পড়া হয় অর্থাৎ প্রথম রাকআতে সানার পর ৩ তাকবীর আর দ্বিতীয় রাকআতে রুকুর আগে ৩ তাকবীর এটা সহীহ। ২। আমাদের সমাযে যেভাবে সূরা ফাতিহা ছাড়া জানাযার নামায পড়া হয় এটা সহীহ। আবার সূরা ফাতিহা পড়লেও শুদ্ধ হবে। প্রথম মাসআলাটি বিস্তারিত জানতে পড়ুন শায়খ ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রহি.রচিত ঈদের নামাযের অতিরিক্ত তাকবীর বইটি। আর দ্বিতীয় মাসআলাটি বিস্তারিত জানতে পড়ুন রাহে বেলায়াত বইয়ের সংশ্লিষ্ট আলোচনা।