ওয়া আলাইকুমুস সালাম। আমাদের বাংলাদেশে সাধারণত যেভাবে ৬ তাকবীরে ঈদের নামায পড়া হয় অর্থাৎ প্রথম রাকআতে সানার পর ৩ তাকবীর আর দ্বিতীয় রাকআতে রুকুর আগে ৩ তাকবীর এটা সহীহ। ২। আমাদের সমাযে যেভাবে সূরা ফাতিহা ছাড়া জানাযার নামায পড়া হয় এটা সহীহ। আবার সূরা ফাতিহা পড়লেও শুদ্ধ হবে। প্রথম মাসআলাটি বিস্তারিত জানতে পড়ুন শায়খ ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রহি.রচিত ঈদের নামাযের অতিরিক্ত তাকবীর বইটি। আর দ্বিতীয় মাসআলাটি বিস্তারিত জানতে পড়ুন রাহে বেলায়াত বইয়ের সংশ্লিষ্ট আলোচনা।