আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4591

অর্থনৈতিক

প্রকাশকাল: 25 আগস্ট 2018

প্রশ্ন

সৎ ভাইয়ের উপর কী অপর সৎ ভাইয়ের দায়িত্ব আছে দায়িত্ব না নিলে কী তার প্রতি অন্যায় হবে। প্লিজ বলবেন প্রিয় শায়েখ।

উত্তর

মনে করুন ছোট সৎ ভাই রেখে বাবা-মা দুজনই মারা গেল তখন তো অবশ্যই তার দেখা-শোনার দায়িত্ব বড় সৎ ভাইদেরকে নিতে হবে। অবিবাহিত কোন সৎ বোন থাকলে তার বিবাহের দায়িত্ব অবশ্যই সৎ ভাইদের নিতে হবে। এই ধরণের পরিস্থিতিতে যদি সৎ ভাইয়েরা তাদের দায়িত্ব পালন না করে তাহলে অবশ্যই অন্যায় হবে।