আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4590

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 24 আগস্ট 2018

প্রশ্ন

আমি একজন জেনারেল ছাত্র। তাবলিগ যাবার পর দারি রাখি। আল্লাহর রাস্তাই থাকার জন্য সংগ্রাম করে যাচ্ছি। কিন্তু আমার বাবা বলছে দারি না কাটলে বারি থেকে চলে যেতে। এরকম সময়ে আমার কি করা উচিত।

উত্তর

আল্লাহ আপনার উপর দয়া করুন। আপনি নিজে অথবা আপনার আব্বার নিকটা গ্রহনযোগ্য এমন কাউকে দিয়ে বুঝানোর চেষ্ট করুন যে, দাঁড়ি রাখা একজন মুসলিমের জন্য আবশ্যক। আশা করি তিনি ধীরে ধীরে বুঝতে পারবেন। বাড়ি থেকে চলে যেতে তিনি বলেছেন, রাগ করে। তিনি কখনোই আপনাকে বাড়ি থেকে তাড়িয়ে দিবেন না। আপনি আল্লাহর কাছে বেশী বেশী দুআ করুন, আমরাও আপনার জন্য দুআ করি যেন, আল্লাহ আপনার আব্বাকে সঠিক বুঝ দান করেন।