আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4584

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 18 আগস্ট 2018

প্রশ্ন

আসসালামুয়ালাইকুমরাহমাতুল্লহিওবারকাতু আমার বয়স ১৪ হবে আমি একাডেমিক পড়ালেখা করি পাশাপাসি ইস্লাম চর্চা করি ১এখন আমার প্রশ্ন যে বাবা মা যদি কোনো ইসলাম বহির্ভূত কাজ করে তাহলে কি আমি তাদেরকে সেই ভুল ধরে কুরান হাদিস থেকে সেই সম্পর্কে বলতে পারবো? ২এখন প্রশ্ন বাবা মা যদি আমাকে ইসলামবহির্ভূত কাজ করতে আমাকে নির্দেশ দেয় তাহলে আমি কি করব? যেমন আমার বাবা যদি বলে দেরি করে নামাজ পরতে। 3এখন প্রশ্ন যদি বাবা মা ইসলামের নির্দেশ আমাকে বলতে না দেয় তারা সেটি না শুনে তাহলে আমি কি করব?
4। আর কেউ যদি সারাদিন কুরান হাদিসে নাই এমন বিভিন্ন ধাচের কাজ সারাদিন করে তাহলে কি আমি সারাদিন তাকে কুরান হাদিসের আলোকে সারাদিন তাকে নিশেধ করবো 5। আর কনো ক্ষমতান ব্যাক্তি পাপ করলে যেমন আমাদের প্রায় ম্যাডাম বেপর্দা তাহলে কি সে সম্পর্কে আমি কুরআনহাদিসের রেফারেন্সদিয়ে নিশেধ করতে পারব, কেনোনা ইসলামেতো আছে খারাপ কাজে সমর্থন করা যঘন্য পাপ। দয়া করে আমার প্রশ্নের উত্তরগুলো দিবেন

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, কোন মুসলিম ইসলাম বিরোধী কোন কাজ করলে তাকে নরম ভাষায় ভুল ধরিয়ে দিতে ক্ষতি নেই, বরং দেয়া উচিত। তবে ভুল ধরিয়ে দিতে গিয়ে যদি উল্টো ফলের আশঙ্কা হয় অর্থাৎ তারা যদি আরো বেশী অনৈসলামিক কাজ লিপ্ত হওয়ার আশঙ্কা হয় তাহলে বিরত থাকায় শ্রেয়। আপনার বয়স ১৪ বছর, এই ধরণের গুরুত্বপূর্ণ কাজ করার জন্য আরো সময় নেয়া দরকার। সব জায়গার পরিবেশ-পরিস্থিতি বোঝার জন্য এই বয়স সব সময় যথেষ্ট নাও হতে পারে। সুতরাং সাবধানে পা বাড়াবেন।