আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4582

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 16 আগস্ট 2018

প্রশ্ন

আসসালামু আলাইকুম,
১.কোনো পরিবারে মাতা মারা গেলে পিতা যদি দ্বিতীয় বিবাহ করেন এবং পিতার মৃত্যুর পর প্রথম পক্ষের সন্তান এবং পিতার দ্বিতীয় স্ত্রী এর ক্ষেত্রে সম্পত্তির বণ্টন ইসলামি আইন অনুযায়ী কেমন হবে?
যদি প্রথম পক্ষের সন্তানদের অধিকার সঠিক ভাবে আদায় না হওয়ার আশংকা থাকে তাহলে কি পিতার সাথে প্রথম পক্ষের সন্তানগণ প্রচলিত কোনো আইনি মাধ্যমে কাগজে সই করিয়ে নিতে পারবে কি না?
২. যদি বিবাহের কিছুদিনের মধ্যেই যদি পিতা মারা যায় তাহলে পিতার দ্বিতীয় পক্ষ এর ভরন পোষণ কার হাতে ন্যাস্ত হবে?
৩.প্রথম পক্ষের সন্তান তাদের পিতার দ্বিতীয় পক্ষের স্ত্রী কে কি বলে ডাকবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। পিতার মৃত্যুর পর তার দ্বিতীয় স্ত্রী তার সম্পত্তির ৮ ভাগের একভাগ পাবে। বাকি সম্পত্তি তার সন্তানরা পাবে। প্রথম পক্ষের সন্তানদের অধিকার সঠিক ভাবে আদায় না হওয়ার আশংকা থাকে তাহলে পিতাকে রাজি করিয়ে তিনি জীবিত থাকাকালীন তার সম্পত্তি ওয়ারিশদের মাঝে বন্টন করাতে পারলে সমস্যা নেই। প্রচলিত আইন বলতে কী বুঝাচ্ছেন স্পষ্ট নয়। পিতার মৃত্যুর পর সম্পত্তি বন্টনির প্রচলিত আইন ইসলামী আইনের মতই প্রায়। ২। দ্বিতীয় স্ত্রী তার নিজস্ব সম্পদ থেকেই নিজের ভরণ-পোষন চালাবেন। তবে মানিবিক দিক বিবেচনায় যদি দ্বিতীয় স্ত্রীর কোন সন্তান না থাকে তাহলে প্রথম স্ত্রীর সন্তানদের পিতার স্ত্রী হিসেবে তার দেখা-শোনা করা একান্ত কর্তব্য। ৩। আমাদের দেশের সামাজিক অবস্থা বিবেচনায় আম্মা বলে ডাকতে সমস্যা নেই।