আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4580

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 14 আগস্ট 2018

প্রশ্ন

আসসালামু আলাইকুম, মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পরে পাশে বসে কুরআন তেলওয়াত করা কি বিদআত?মৃত ব্যক্তিকে দাফনের পরে সম্মেলিত মোনাজাত কি বিদআত?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এভাবে মৃত ব্যক্তির জন্য কুরআন তেলাওয়াত রাসূলুল্লাহ সা. করেন নি, সাহাবীরাও করেন নি। এর স্বপক্ষে কোন সহীহ বা গ্রহনযোগ্য হাদীস নেই। এইজন্য অনেক আলেম বলেছেন, কুরআন তেলাওয়াতের সাওয়াব মৃত ব্যক্তির নিকট পৌঁছাবে না। তবে অনেকেই মনে করেন পৌঁছাবে, তাই তাদের নিকট মৃত ব্যক্তির উদ্দেশ্যে কুরআন তেলাওয়াত করতে বাঁধা নেই। মৃত ব্যক্তিকে দাফনের পরে সম্মেলিত মোনাজাত করারও কোন গ্রহনযোগ্য দলীল নেই। এই কাজ পরিত্যাগ করা আবশ্যক।