আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 458

অর্থনৈতিক

প্রকাশকাল: 2 মে 2007

প্রশ্ন

জনাব,আস সালামুআলাইকুম, বিড়াল ক্রয় বিক্রয় জায়েজ কি না? । জাজাকাল্লাহুখিরান।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এই বিষয়ে আলেমদের মধ্যে মতভেদ বিদ্যমান।আলেমদের অনেকেই জায়েজ বলেছেন। কিন্তু সহীহ হাদীসে রাসূলুল্লাহ সা. কুকুর, বিড়াল ক্রয়-বিক্রয় নিষেধ করেছেন। সহীহ মুসলিম, হাদীস নং ৪০৯৮। তবে পাহার বা এ জাতীয় কোন প্রয়োজনে ক্রয়-বিক্রয় জায়েজ বলে মনে হয়।