মুহতারামঃ আসসালামুয়ালাইকুম। আমার প্রশ্ন হল মহিলারা হায়েয অবস্থায় শোবার সময় সুরা ইখলাস, ফালাক, নাস পরে শরির মাসাহ করতে পারবে কিনা? যাযাকুমুল্লাহ।
উত্তর
ওয়া আলাইকুমুস সালাম। অধিকাংশ আলেমের মতে হায়েজ ও নিফাসের সময় কুরআন পড়া বৈধ নয়। তবে দুআ ও জিকির হিসাবে পড়াকে তারা জায়েজ বলেছেন। যেহেতু শোবার সময় শরীর মাসেহ করার জন্য সূরাগুলো পড়া হয় দুআ হিসাবে তাই নাজায়েজ হবে না।