আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4562

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 27 জুলাই 2018

প্রশ্ন

আমার ভাই নিজের বউকে তালাক দিয়েছে কোট এর মাধ্যমে তালাক নোটিশ পাঠানো হয়েছে এবং এক বছর ধরে ভাইয়া এবং বউয়ের সাথে দেখা ও কথা নাই কিন্তু কথা হচ্ছে ভাইয়ের স্ত্রী তালাক মানতে নারাজ ওনি তালাক মেনে নিচ্ছে না ওনি সংসার করতে চাই… ওনার দলিল হচ্ছে একসাথে তিন তালাক দিলে তালাক হবে না তাই তালাক মেনে নিচ্ছে না…এখন কোয়েশচন হচ্ছে ইসলামিক শরীয়া অনুযায়ী কি তালাক হয়েছে এবং ভাই চাইলে ইসলামিক কোন উপায়ে বউকে ফিরিয়ে আনতে পারবে?

উত্তর

যেহেুত তিন তালাক দিয়েছে সেহেতু বউ ফিরিয়ে আনার কোন উপায় নেই। চিরদিনের জন্য হারাম হয়ে গেছে। তবে ঐ মহিলার যদি অন্য কোথাও বিয়ে হয় আর সেই স্বামী মারা যায় বা সেই স্বামী তাকে তালাকায় দেয় তাহলে আপনার ভাই তাকে আবার বিবাহ করতে পারবে।