আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4553

হালাল হারাম

প্রকাশকাল: 18 জুলাই 2018

প্রশ্ন

আমার বন্ধু রকিব,জানতে চেয়েছে যে,তার বোনের হাজবেন্ড একটি সুদ যুক্ত ব্যাংকে চাকরি করে। তার হাজবেন্ড তাকে(রকিবের বোন) একটি ফোন কিনে দেন,যা কিনা তার বোন তাকে(রাকিব) উপহার হিসেবে দিয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে রাকিব কি ঐ ফোন ব্যাবহার করতে পারবে,যেহেতু তার বোনের হাসবেন্ড সুদযুক্ত ব্যাংকে চাকরি করে উপার্জন করে?

উত্তর

উক্ত মোবাইল যদি তার বেতনের টাকা দিয়ে কিনে দিয়ে থাকেন তাহলে তা ব্যবহার করবে না। আর যদি কোন টাকা দিয়ে কিনে দিয়েছে তা জানা না থাকে তাহলে তার ইনকামের অধিকাংশ যদি বেতনের টাকা হয় তাহলে মোবাইল ব্যবহার করবে না, আর যদি বেতন বাদেও তার অন্য ইনকামের ব্যবস্থা থাকে, তাহলে ঐ মোবাইল ব্যবহার করলে আশা করি সমস্যা হবে না। তবে এই ধরণের ব্যক্তির থেকে কোন উপহার না নেওয়া উত্তম।