আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4539

অর্থনৈতিক

প্রকাশকাল: 4 জুলাই 2018

প্রশ্ন

ফজরের ফরজ নামাজে দাঁড়ায় গেলে তখন কি সুন্নত নামাজ পড়া যাবে কিনা?
অথবা সুন্নাত নামাজ পরার মত টাইম নাই,কিছু সময়ের মধ্যেই ফরজ নামাজের একামত দিবে,এমন সময় কি সুন্নাত পরতে পারবে কিনা?

উত্তর

একামত দিযে দিলে আর সুন্নাত নামায শুরু করবেন না। একমত না দেওয়া অবস্থায় নামায শরু করে অল্প সময়ে আদায় করতে পারেন। এই মাসআলাতে আলেম দের মধ্যে মতভেদ আছৈ।এই বিষয়ে বিস্তারিত দলীলসহ জানতে দেখুন ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রহি. রচিত রাহে বেলায়াত বইটি।