আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4536

বিতর

প্রকাশকাল: 1 জুলাই 2018

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ । শায়েখ আমি বিতর এর নামাজ মাঝে মাঝে তাহাজ্জুদ এর সাথে শেষ রাত্রে পড়তে চেষ্টা করি। মাঝে মাঝে এমন হয় যে ঘুম থেকে উঠে দেখি ফজর এর ওয়াক্ত হয়েছে। এমন অবস্থায় আমি বেতের নামাজ কখন পড়বো?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। সুবহে সাদিক উদিত হওয়ার পর বিতর পড়ার আর কোন সময় নেই। সুতরাং এই সমস্যা থেকে বাঁচতে আপনি বিতর প্রথম রাতেই পড়ে রাখবেন।