আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4529

নামায

প্রকাশকাল: 24 জুন 2018

প্রশ্ন

প্রশ্নঃ আমি ঘুমানোর কারনে প্রায় বেতর নামাজ কাজা হয়ে যায় । আমি বেতর কাজা হলে কি করবো? আর বেতরের কাজা কি নিয়তে পড়বো? এবং ফজর, যোহর, আছর, মাগরিব কাজা হলে কি সুন্নত পড়তে হয়, না কি শুধু ফরজ?

উত্তর

আপনি অবশ্যই বিতির ঘুমানোর আগে আদায় করবেন। عن أبي هريرة رضي الله عنه قال : أوصاني خليلي صلى الله عليه وسلم بثلاث : صيام ثلاثة أيام من كل شهر ، وركعتي الضحى ، وأن أوتر قبل أن أنام আবু হুরায়রা রা. বলেন, রাসূলুল্লাহ সা. আমাকে তিনটি বিষয়ের অসিয়ত করেছেন। ১. প্রতি মাসে তিনটি রোজা। ২. ফজরের দুই রাকআত সুন্নাত। ৩. ঘুমানোর আগে বিতর পড়া। বুখারী ও মুসলিম। আর ঘুমের কারণে প্রায়ই কোন নামায কাযা হওয়া গ্রহনযোগ্য নয়। এখন ঘুম থেকে জাগ্রত হওয়ার বিভিন্ন উপায় আছে, অবশ্যই সেগুলো ব্যবহার করে ঘুম থেকে জাগ্রত হতে হবে। তবে কোন কারণে কোন ওয়াক্তের নামায কাযা হলে শুধু ফরজ আদায় করলেই হবে।