আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4522

অর্থনৈতিক

প্রকাশকাল: 17 জুন 2018

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম, আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছি। কোম্পানি থেকে আমাদের মুনাফার কিছু অংশ দেয়া হয় আবার কিছুটা রেখে দেয়া হয় ও ব্যাংকে বিনিয়োগ করে তার সুদ আমাদের দেয়া হয়। এই সুদের কারনে আমাদের করযোগ্য আয় বেড়ে যায় ও অতিরিক্ত কর দিতে হয়। এখন আমার প্রশ্ন, আমি কি ঐ সুদের জন্য অতিরিক্ত প্রদেয় কর সুদের টাকা থেকে দিতে পারবো?
উদাহরণঃ
মোট সুদ ১00,000
৫% ট্যাক্স কেটেছে ৫,000
নিট সুদের টাকা পেয়েছি ৯৫,000
সুদের জন্য অতিরিক্ত ট্যাক্স দিতে হচ্ছে ২0,000
সুতরাং, আমরা কি ২০,০০০ টাকা সুদের ৯৫,০০০ থেকে দিতে পারি?
যদি সুদের টাকায় সুদের ট্যাক্স দেয়া না যায়, সেক্ষেত্রে সম্পূরক প্রশ্ন হচ্ছে, শুরুতে যে টাকা সুদের উৎসে কর হিসেবে কেটে নেয়া হয়েছে, সেটাও কি সুদ হিসেবে গন্য হবে?
উপরোক্ত উদাহরনে যে ৫,০০০ টাকা শুরুতে সুদের ট্যাক্স হিসেবে কাটা হয়েছে, সেটাকেও কি সুদের অন্তরভুক্ত ধরে মোট সুদ ১০০,০০০ টাকা ধরতে হবে? এবং পুরো ১০০,০০০ টাকাই কি সুদ যেসব খাতে খরচ করা যায় সেখানে খরচ করতে হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। সুদের টাকার উপর যে ট্যাক্স এবং করা আসবে তা সুদের টাকা থেকে দিবেন। সুদের বাকী টাকা যেসব খাতে খরচ করা যায় সেখানে খরচ করবেন। অর্থাৎ আপনার বাকীট ৭৫০০০ হাজার টাকা সুদ যেসব খাতে খরচ করা যায় সেখানে খরচ করতে হবে।