আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4521

অর্থনৈতিক

প্রকাশকাল: 16 জুন 2018

প্রশ্ন

আমার আত্মীয়-স্বজন যারা ব্যাংকে চাকুরি করে তাদের বাসায় আমি গেলে তারা আমাকে খাওয়া দাওয়া ও ২-৪ দিন থাকতেও বলে। এক্ষেত্রে আত্মীয়তার খাতিরে আমি যত বেলা তাদের ওইখানে খাবো সেই টাকা যদি তাদের ছেলে মেয়েকে আসার সময় দিয়ে দিই বা তাদের বাড়িতে যাওয়ার সময় কিছু কিনে নিয়ে যাই এক্ষেত্রে তাদের টাকায় ২-৪ দিন খাওয়া আমার জন্য যায়েজ হবে? তাদের বাসায় যদি সালাত আদায় করি তাহলে সালাত কি আদায় হবে কারন তাদের ফ্ল্যাট, জায়নামাজ সবকিছুই ব্যাংকের চাকুরি উপার্জিত টাকা দিয়ে কেনা।

উত্তর

মূল আয়ের উৎস যদি এমন হারাম হয় তাহলে খুব প্রয়োজন ছাড়া তাদের বাসায় যাওয়ার দরকার নেই। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য ২-৪ দিন থাকা লাগে না। যতটা সম্ভব তাদের বাসায় না যাওয়া। তাদের থেকে আর্থিক কোন উপকার লাভ করলে তা তাদেরকে কৌশলে ফিরিয়ে দিবেন, সম্ভব না হলে ঐ পরিমাণ টাকা সদকা করে দিবেন।