আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4513

ত্বহারাত পবিত্রতা

প্রকাশকাল: 8 জুন 2018

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম, যাদের চুল বড় বা মহিলারা কিভাবে মাথা মাসেহ করবে? এরা মাথার সামনে থেকে শুরু করে শেষ করবে কোথায় এবং আবার সামনের দিকে কিভাবে আনবে। চুলগুলো সব এলোমেলো হয়ে যাবে। বিষয়টি একটু বিস্তারিত জানালে উপকৃত হব। আল্লাহ্ আপনাদের উত্তম প্রতিদান দান করুন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। মাথা মাসেহ করতে হবে, পুরো চুল নয়। সুরতাং মাথার অংশে যতটুকু চুল থাকেবে ততটুকুরে উপরে প্রথমে সামনে থেকে পিছনে, এরপর পিছন থেকে সামনে চুলের উপর হাত বুলিয়ে দিবে। বেশী চিন্তা-ভাবনা করে সহজ বিষয়কে কঠিন বানাবেন না।