আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4511

পোশাক পরিচ্ছেদ

প্রকাশকাল: 6 জুন 2018

প্রশ্ন

আসসালমু আলাইকুম শায়েখ, প্রতি সপ্তাহে প্রায়ই ফজরের নামাজের পর আমি ফুটবল খেলি। লং/থ্রি কোয়ার্টার প্যান্ট এ খেলতে বিভিন্ন অসুবিধা হওয়ায় আমি শর্টস(যেইটা প্রায় হাঁটু পর্যন্ত পৌঁছায়, কিন্তু পুরোপুরি হাঁটু ঢাকে না) পড়ে খেলি। এইরূপ শর্টস পড়ে খেলা কি জায়েজ হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। পুরুষের সতর হলো নাভী থেকে হাটুর নীচ পর্যন্ত। সুতরাং হাটু না ঢাকলে সেই পোশাক পরে খেলা জায়েজ হবে না। অবশ্যই মানুষের সামনে আপনাকে হাটু ঢাকা পোষাক পরতে হবে।