আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4508

হাদীস

প্রকাশকাল: 3 জুন 2018

প্রশ্ন

আসসালামুয়ালাইকুমরাহমাতুল্লহিওবারকাতু শায়েখ আমার প্রশ্ন হলো যে যখন কোনো,অয়াজ মাহফিল শুনি তখন দেখা যায় যে হুজুরেরা যখন কোনো হাদিসের রেফারেন্স দেয় সেটি বাসায় গিয়ে মিলাতে গেলে দেখা যায় যে বাংলা হাদিসের সাথে সেটি মিলে না। কেনোনা আমি যতুটুকু যানি হুজুররা আরবি হাদিস থেকে রাফারেন্স দেয় কিন্তু সঠিক্টা যানি না। 1। এখন আমার প্রশ্ন যে আমরা রেফারেন্স মিলাতে হলে কি কোনো সুত্র আছে যেমন এই হাদিসের বইয়ে মিলাতে গেলে হাদিসের নাম্বারের সাথে এতো যোগ বা বিয়োগ করতে হবে,, নাকি হুজুরদের কাছে এমন বই আছে যেটি আরবি থেকে সরাসরি আরবি নাম্বার দিয়ে বাংলা অনুবাদ করা,, জুররা কোন হাদিস থেকে রেফারেন্স দেয় আরবি না বাংলা। 2,আর আমাদের রেফারেন্স মিলাতে হলে কি করতে হবে কোন্টি কিন্তে হবে নাকি আরবি ভাষা শিখতে হবে

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। হাদীসের কিতাবের মূল লেখকগণ হাদীসের কোন নাম্বার দেন নি। পরবর্তীতে প্রকাশকরা নাম্বার দিয়েছে। বিভিন্ন কারণে একেক প্রকাশনীর নাম্বার একেক রকম হয়েছে। আরবী প্রকাশনীর নাম্বারের মধ্যেও যেমন ভিন্নতা থাকতে পারে, বাংলা প্রকাশনীর মধ্যেও ভিন্নতা থাকতে পারে। সুতরাং যিনি রেফারেন্স দেন তিনি যেই প্রকাশনীর বই থেকে রেফারেন্স দেন সেই প্রকাশনীর বইয়ের সাথে মিলাতে হবে।