আসসালামু আলাইকুম। জিলহজ্জ মাসে ঈদুল আজহার নামাযের পূর্বে অর্থাৎ ১জিলহজ্জ থেকে ৯ জিলহজ্জ এর মধ্যে কোনা পশু নিজেদের খাওয়ার উদ্দেশ্যে জবাই করা যাবে কী? আমার প্রশ্নের উত্তরটা দিলে অনেক উপকৃত হবো।
উত্তর
ওয়া আলাইকুমুস সালাম। যাবে, কোন সমস্যা নেই। ঈদের দিন ঈদের নামাযের আগেও পশু যবাই করা যাবে। তবে কুরবানীর পশু ঈদের নামাযের পর যবেহ করতে হবে।