আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4503

সালাত

প্রকাশকাল: 29 মে 2018

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমার প্রশ্নঃ
১। একটি নামাযে; প্রতি রাকাতে প্রতি রুকু কিংবা সেজাদায় সমান সংখ্যক এবং একই তসবিহ পাঠ করতে হবে নাকি ইচ্ছেমত কম বেশি এবং ভিন্নরকম তসবিহ পাঠ করা যাবে? ২। শেষ সেজদা দীর্ঘ করা কি বিদআত? (ইচ্ছেমত বেশি বেশি দোয়া শেষ সেজদায় করতে গেলে সেজদা দীর্ঘ হয়ে থাকে)

উত্তর

১। না, সমান সংখ্যক হওয়া এবং একই তাসবীহ পাঠ করা জরুরী নয়। কম-বেশী করা যাবে, এবং ভিন্নরকম তাসবীহ পাঠ করা যাবে। ২। না, শেশ সাজদা দীর্ঘ হলে সমস্যা নেই।তবে এগুলে করবেন একাকী সালাত আদায় করার সময়।