আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4497

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 23 মে 2018

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম ৷ আমার ফেমেলি পুরোপুরি ধার্মিক না ৷ এ সমাজের পরিবেশের সাথে মিলে চলে ৷ আমি রমজান মাস থেকে পাঁচওয়াক্ত নামায পড়াশুরু করেছি ইসলামের পথে চলাশুরু করেছি আলহামদুল্লিলাহ আল্লাহ আমাকে সঠিক পথদেখিয়েছেন ৷ এখন চলাফেরার ক্ষেত্রে পর্দাহিন নারিদের দিকে চোখ চলে যায় ৷ মাঝেমাঝে কিছু কুচিন্তা অটোমেটিক মনে চলে আসে ৷ নিজেকে বিরত রাখার পুরোপুরি চেষ্টা করি ৷ ২১ বছর হয়েছে মা-বাবা বিয়ে করাতে চায় ৷ কিন্তু আমি নিজেকে আরো উত্তম চরিত্তের করতে চাই একজন ধার্মিক মেয়েকে বিয়ে করতে চাই ৷ আল্লাহর কাছে দোয়াও করি ৷ এখন আমি কি করব ৷

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। নিজেরক আরো উত্তম চরিত্রের অধিকারী করতে চাইলে বাব-মায়ের পরামর্শ মতো বিয়ে করে ফেলুন। তবে ধার্মিক মেয়ে দেখে বিয়ে করবেন। অন্য ছেলেরা পাপ থেকে মুক্ত থাকার জন্য বিয়ে করতে চাইলেও বাবা-মা করাতে চায় না, আপনি ভাগ্যবান যে, আপনার বাবা-মা আপনাকে বিয়ে দিতে চাচ্ছে। এই সুযোগ হারাবেন না। বিয়ে চরিত্র ঠিক রাখার কার্যকরী উপায়।