আসসালামু আলাইকুম, আমাদের বাসার ওইদিকে জমি বন্ধক রাখে জমি ওয়ালা, মনে করেন ষাট হাজার টাকায় এক বিগা জমি, যতদিন না টাকা ফেরত দিবে ততদিন জমি চাষাবাদ করে খাবে টাকা দেনওয়ালা, আবার অনেকে টাকা দেয় জমি ওয়ালাকে এবং জমি ওয়ালা জমি চাষাবাদ করবে এবং বছরে দুই সিজিনে ছয় মণ করে বার মণ বা তার বাজার মূল্য অনুযায়ী টাকা দিতে হবে যে টাকা দিছে তাঁকে। এখন প্রশ্ন হলো এই যে টাকা দিয়ে যে বন্ধক নিলো তার কি হালাল হবে জমি ওয়ালার কাছ থেকে ধান অথবা টাকা নেওয়া