আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4483

বিবিধ

প্রকাশকাল: 9 মে 2018

প্রশ্ন

আমি বিগততে প্রশ্নত্তোর না পাওয়ায় আবার প্রশ্ন করলাম, দয়াকরে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামুয়ালাইকুম, শায়েখ আমি একজন মেয়ে। আমার দাঁতগুলো মোটামুটি অনেক উঁচু, কথা বলতে ধরলে বা একটু হাসতে ধরলে দাঁতগুলো অনেক বেশি দেখা যায়। যা অনেকক্ষেত্রেই আমাকে অনেক বিব্রতকর অবস্থায় ফেলে। আমি আমার দাঁতগুলো রিং দিয়ে বাঁধাই করে নিতে চাই,যেন সেগুলো স্বাভাবিক আকৃতিতে আসে। কিন্তু আমার নিচের পাটির দাতগুলোতে কোনো ফাঁকা না থাকায় নিচের ২টা দাঁত উঠায়ে ফেলে একাজ করে নিতে হবে। আমার প্রশ্ন হল দাঁত কোনোরুপ কাটাকাটি ছাড়া শুধু রিং দিয়ে দাঁত বেঁধে নিয়ে উঁচু দাঁত নিচু করার ব্যাপারে ইসলাম কি বলে? আবার আমার ক্ষেত্রে যেহেতু আমার ২টা ভালো দাঁত উঠায়ে ফেলতে হবে, তাই আমার জন্য একাজ করা কততুকু ঠিক হবে দয়াকরে জানাবেন।ধন্যবাদ।

উত্তর

আপনি প্রয়োজনে দাতে তুলে রিং দিয়ে ঠিক করতে পারবেন।