আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4480

ঈদ কুরবানী

প্রকাশকাল: 6 মে 2018

প্রশ্ন

আসসালামুওয়ালাইকু, আমার নামে এইবার একটা কুরবানী দেওয়ার নিয়ত করা হয়েছে। তাই আমি নখ,চুল কাটা থেকে বিরত আছি। কিন্তু ওযূ করার সময় দাঁড়ি খিলাল করলে দাঁড়ি উঠে যায়। এখন আমি কি করতে পারি?যেহেতু জানিনা,স্বাভাবিক ভাবেই খিলাল করছি।

উত্তর

ওয়া আলাইকুুমুস সালাম। স্বাভাবিকভাবে খিলাল করবেন, দাঁড়ি উঠলেও সমস্যা নেই।