আসসালামুয়ালাইকুম,
আমি চাকরী করি, আমি আরেকজনের সাথে শরীক হয়ে গরু কুরবানি দিতে চাই। সেক্ষেত্রে আমরা ২ জনে ৩ ভাগ করে অ্যান্ড ১ ভাগ নবী করিম (সাঃ) এর নামে দিতে চাই,
আমার বাবা মারা গিয়েছেন, মা বেচে আছেন। আমার ২ ছেলে ৪ বছর ও ২ বছর এর। আমার প্রশ্ন হচ্ছে আমার ৩ ভাগ এর মদ্যে আমি কাদের নাম দিব। আমার এবং আমার ২ ছেলে?
আমার এবং আমার মা এবং আমার মৃত বাবা?
প্রসংগত, আমার মায়ের কোন আয় নাই,
আমি যতদুর জেনেছি, মৃতের নামে দিলে নফল আদায় হবে, সেক্ষেত্রে কিভাবে নাম দিলে উত্তম হবে?