আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4460

ত্বহারাত পবিত্রতা

প্রকাশকাল: 16 এপ্রিল 2018

প্রশ্ন

আমি প্রস্বাব করার পর দাঁড়িয়ে আবার বসে পানি নেই অথবা টিস্যু নেই। তারপরও আমার কিছু প্রস্বাব পড়ে এটা আমার সন্দেহ না সত্যিই পড়ে। আমি কিভাবে পবিত্র হব? মসজিদে প্রস্বাব করার পর অন্যকে সুযোগ দিতে টিস্যু দিয়ে লজ্জাস্থান ধরে ঔ জায়গা থেকে সরে আসতে হয়।

উত্তর

আপনি একটু সময় নিয়ে প্রস্রাব করতে যাবেন, এবং পরিপূর্ণ পবিত্র হয়ে নামায আদায় করবেন। মসজিদে প্রস্বাব করার পর অন্যকে সুযোগ দিতে টিস্যু দিয়ে লজ্জাস্থান ধরে ঔ জায়গা থেকে সরে আসতে সমস্যা নেই, তবে মসজিদেও একটু আগে যাবেন, যাতে মানুষের সামনে লজ্জা পেতে না হয়।