আসসালামুয়ালাইকুম হুজুর, আমার প্রশ্ন হল রাব্বি নাম রাখা জায়েজ হবে কিনা? রাব্বি নামে কেউ আমাকে ডাকলে সেটা শিরক হবে কিনা। বিস্তারিত জানালে খুশি হব। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন।
উত্তর
ওয়া আলাইকুমুস সালাম। রাব্বি নাম রাখবেন না। আবদুর রাব্ব রাখতে পারেন। সেক্ষেত্রে আব্দুর রব্ব বলে ডাকতে হবে, রব বলে ডাকা যাবে না।