আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4451

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 7 এপ্রিল 2018

প্রশ্ন

আস সালামু আলাইকুম প্রিয় শায়খ,
প্রেমালাপ ব্যতীত দ্বীনের ব্যাপারে শিক্ষা, আলোচনা এবং আমার পারিপার্শ্বিক অবস্থা নিয়ে যদি আমার হবু স্ত্রীর সাথে মোবাইলে কথা বলি সেটি কি জায়েয হবে? বিয়েতে দুই পরিবারের মৌন সম্মতি স্থীর হয়েছে। নাকি আমার জন্য উত্তম হবে অপেক্ষা করা এবং যখন সে আমার ঘরে আসবে তারপর থেকে তাকে সঠিক ইসলামের বিশ্বাস এবং অন্যান্য দ্বীনদারি ইলম শিক্ষা দেয়া।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। কোন অজুহাতেই বিয়ের পূর্বে কোন আলাপ-আলোচনা জায়েজ হবে না। শয়তান নেক সুরতে মানুষকে ধোকা দেয়ার চেষ্টা করে। সুতরাং শয়তানকে সুযোগ দিবেন না।