আসসালামুআলাইকু। একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানার ছিল। শিরকের কথা শুনলেই ভয় লাগে এইজন্যইপ্রশ্নটা করা। দয়া করে উত্তরটা দিবেন। আমি কিছুটা দলীয় রাজনীতির সাথে যুক্ত আছি। পরবর্তীতে জানতে পারি যে গনতন্ত্রএর কিছু বিষয় শিরকের পর্যায়ে পড়ে। এখন আমি যদি ওই বিষয়গুলোকে মন থেকে সমর্থন না করি। এবং এই উদ্দেশ্যে দলীয় রাজনীতিতে যুক্ত থাকি যে কিছুটা হলেও মানুষের উপকার করতে পারবো, কোন অন্যায় না করে এবং অন্যায় কাজে সহযোগিতা না করে যদি দলীয় রাজনীতির সংগে যুক্ত থাকি তাহলে কি শিরক হয়ার সম্ভাবনা আছে?